ওপেন : শনিবার থেকে র্বৃহঃস্পতিবার - 9AM - 04PM, শুক্রবার বন্ধ

আমাদের সম্পর্কে

প্রধান শিক্ষকের বাণী

এস. এম শাহিন

একটি জাতিকে মুক্তি তথা সমৃদ্ধশালী করতে পারে শুধুমাত্র শিক্ষা, তাই "শিক্ষাই জাতির মুক্তির পথ" এই শ্লোগানকে সামনে রেখে ২০১৪ সাল থেকে অনেক বাধা-বিপত্তি পেড়িয়ে সুনাম এবং সফলতার সাথে "সাতমসজিদ আইডিয়াল ইনস্টিটিউট" আজকের অবস্থানে। এই সফলতা এবং অবস্থানে পৌঁছাতে উপদেষ্টা পরিষদ, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার অসংখ্য সুধী নিরঙ্কুশ পরামর্শ ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

আমি তাদের কাছে কৃতজ্ঞ। এই অবস্থানের একমাত্র কারিগড় প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা মন্ডলীগণ । আমি তাদের কাছেও কৃতজ্ঞ এবং গর্বিত তাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে। বর্তমান চ্যালেঞ্জিং বিশ্বে একজন সৎ, নিষ্ঠাবান ও সুনাগরিক হিসেবে একটি শিশুকে গড়ে তোলা অত্যন্ত কঠিন। অসৎ, অসৎচরিত্র আর অনৈতিকতার দিকে ধাবিত হচ্ছে গোটা বিশ্ব। এই চ্যালেঞ্জিং মুহুর্তে একঝাক মেধাবী ও তরুন শিক্ষক মন্ডলীদের নিয়ে নতুনভাবে পরিকল্পনা সাজিয়েছে "সাতমসজিদ আইডিয়াল ইনস্টিটিউট"।

আমি বিশ্বাস করি যথাযথভাবে ধর্ম চর্চাই শুধুমাত্র মানুষকে সৎ ও নিষ্ঠাবান করে গড়ে তুলতে পারে। তাই কোরান শিক্ষা বাধ্যতামূলক করে হাদিস এবং ধর্মীয় বিধানাবলী মেনে চলার প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করে সাজানো হয়েছে আগামির পরিকল্পনা। বর্তমান বিশ্ব বিজ্ঞানের, বর্তমান বিশ্ব প্রযুক্তির তাই প্রত্যেকটি শিশুকে কম্পিউটার প্রাকটিক্যাল ক্লাসের মাধ্যমে গড়ে তোলা হচ্ছে। ষষ্ঠ শ্রেণি থেকেই ছাত্র/ছাত্রীদের বিজ্ঞান ল্যাবে বিজ্ঞান গবেষণার হাতেখড়ি দেয়া হচ্ছে।

এছাড়া ও ইংরেজি স্পোকেন ক্লাস এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠনের মাধ্যমে তাদের আন্তর্জাতিক বিশ্বের সকল চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তাদের মানসিক দৃঢ়তার সাথে গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়ে ২০২৫ সাল থেকে নতুনভাবে পথচলা শুরু। আমাদের এই লক্ষ্যে সকল অভিভাবক এবং সুধীদের নিকট একান্ত সহযোগিতা কামনা করছি। সাতমসজিদ আইডিয়াল ইনস্টিটিউট আপনাদের, এর সফলতাও আপনাদের ।


ধন্যবাদান্তে
এস. এম শাহিন
প্রধান শিক্ষক
সাতমসজিদ আইডিয়াল ইনস্টিটিউট